নেটওয়ার্কিং-এ ক্যারিয়ার গড়তে চান?

নেটওয়ার্কিং-এ ক্যারিয়ার গড়তে চান?



আজ কথা বলব যারা আইটিতে ক্যারিয়ার গড়তে নেটোয়ার্কিং নিয়ে ভাবছেন বা সিদ্ধান্ত নিতে পারছেন না তাদের জন্য। ইএমএসআই ( ক্যারিয়ার বিল্ডার ও ইকোনমিক মডেলিং স্পেশালিস্ট ইন্টারন্যাশনাল) এর তথ্যমতে, বর্তমানে বিশ্বে যেসকল চাকরির চাহিদা সব থেকে বেশী হবে সেটা হচ্ছে নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের নেটওয়ার্ক এডমিনও বলা হয়। হাস্যকর একটা ব্যাপার লক্ষ্য করি, অনেক-ই এই সেক্টর সম্পর্কে কোন নলেজ না রেখে আন্দাজের উপর কথা বলে, তাতে হয় কি, যারা সিদ্ধান্ত নেয় নেটওয়ার্কিং ক্যারিয়ার গড়বে তারা দিশেহারা হয় পড়ে, কি করবে বুঝতে পারে না। আমি তাদের জন্য বলব কে কি বলল সেটা না শুনে আপনি আপনার কাজ করে যান জয় আপনার-ই হবে।ধারণার জন্য বলি, বিভিন্ন টিভি চ্যানেল, আইএসপি কোম্পানি, ব্যাংক, এয়ার লাইন্স এবং ডেটা সেন্টার সহ আরো অনেক সেক্টরেই জব করার সুযোগ রয়েছে, বাংলাদেশে নেটোয়ার্কিং ইঞ্জিনিয়ার নিয়োগের ক্ষেত্রে সব থেকে প্রাধান্য দেয়া হয় সিসিএন সম্পন্ন করেছেন , এমন ব্যাক্তিদের সাধারণত শুরুর দিকে ১৫-২০ হাজার টাকা বেতন পেলেও অভিজ্ঞতার উপর তা লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে।



একটা কথা না বললেই নয়, নেটোয়ার্কিং এর এমন অনেক পোস্ট আছে যেখানে আপনাকে কম্পিউটারে ডিপ্লোমা/ স্নাতক হতে হবে এমন না , যেকোন বিষয়ে স্নাতক সাথে সিসিএনএ বা অন্য কোন বিষয়ে নলেজ থাকলেই হয়।